ইরান-আমেরিকা যুদ্ধ কি আসন্ন? ট্রাম্প বললেন, ‘যুদ্ধ হলে যা হবে আগে কখনও কেউ দেখেনি!’

ইরাকে চরম হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump


নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান কোনওভাবে আমেরিকান স্বার্থ বা ঘাঁটিতে হামলা চালায়, তবে "আমেরিকার সামরিক বাহিনীর সমস্ত শক্তি এমন মাত্রায় নামিয়ে আনা হবে, যা আগে কখনও দেখা যায়নি।"

এই মন্তব্যটি তখনই আসে, যখন ইসরায়েল শনিবার রাতে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে এবং পারস্য উপসাগরের কাছে বুশেহর প্রদেশে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে হামলা চালায়। ওই গ্যাস প্রকল্পটি দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

iran leader khamenei

ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা ছিল না। একইসঙ্গে তিনি দাবি করেন, "আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তিচুক্তি করিয়ে এই সংঘাত শেষ করতে পারি।"

এই পরিস্থিতির মধ্যেই ইরান রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে থাকা পারমাণবিক আলোচনা— ষষ্ঠ দফার বৈঠক বাতিল করেছে।