Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন শুল্কের কোনও প্রভাবই পড়বে না রাশিয়ার অর্থনীতির ওপর। আর এবার এই মন্তব্যকে কেন্দ্র করেই ফের একবার রাশিয়াকে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি পুতিনের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে ইঙ্গিত দেন যে আগামী ছয় মাসের মধ্যেই রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/13/donald-trump-2025-10-13-00-50-51.png)
তিনি বলেন,''পুতিন যে এমনটা অনুভব করছেন সেটা জেনে আমি খুবই আনন্দিত। থাক এটাও ভালো। তবে এখন থেকে ছয় মাস পর আমি আপনাদের এই বিষয়ে পুরোপুরি জানাতে পারবো। এখন দেখা যাক ছয় মাস পর সবকিছু কেমন দাঁড়ায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us