হঠাৎ ভোলবদল ! 'কমিউনিস্ট' মেয়র মামদানিকে ওভাল অফিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

কি পোস্ট করলেন ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে চরম রাজনৈতিক বিরোধিতা ও কটাক্ষের পর অবশেষে মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান কোয়ামে মামদানি। আজ ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, নব-নির্বাচিত মেয়রের সঙ্গে তাঁর বৈঠক হবে হোয়াইট হাউসের ওভাল অফিসে (Oval Office)। আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে এই বৈঠকের ঘোষণা করে লেখেন:

Screenshot 2025-11-20 7.00.00 AM

"নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র, জোরান 'কোয়ামে' মামদানি একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা রাজি হয়েছি। এই বৈঠকটি আগামী ২১শে নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে হবে। পরবর্তী বিবরণ শীঘ্রই জানানো হবে!"