নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। এবার H-1B ভিসা প্রোগ্রামকে ঘিরে তাঁর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াশিংটনে। ট্রাম্প সাফ জানিয়েছেন, “আমেরিকার কাছে এমন ট্যালেন্ট নেই যা কিছু বিশেষ ক্ষেত্রে দরকার। তাই বিদেশ থেকে দক্ষ মানুষ আনতে হয়।”
এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি H-1B ভিসার সংখ্যা কমানোর পক্ষে? কারণ আমেরিকার শ্রমজীবী মানুষদের একাংশের দাবি, বিদেশি কর্মীরা দেশে মজুরি কমিয়ে দিচ্ছেন। ট্রাম্পের জবাব স্পষ্ট— “আমি একমত যে কিছু ক্ষেত্রে প্রভাব পড়ে, কিন্তু আপনি ট্যালেন্টও আনতে বাধ্য। আমরা নিজের দেশে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষ মানুষই পাই না।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
ট্রাম্প বলেন, “কিছু বিশেষ ট্যালেন্ট আমাদের নেই, সেটা শিখতে হয়। আপনি বেকার মানুষের ভিড় থেকে কাউকে তুলে এনে বলতে পারেন না যে— ‘তুমি এখন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় কাজ করবে।’ এভাবে কাজ হয় না।”
ট্রাম্পের এই মন্তব্য আমেরিকায় রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতে অভিবাসী কর্মীদের নিয়ে তাঁর অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ২০২৮ সালের নির্বাচনের আগে ট্রাম্পের এই বক্তব্য বিদেশি মেধাবীদের প্রতি ‘ইতিবাচক ইঙ্গিত’ হিসেবে দেখা যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us