BREAKING: নেপালের ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (TPS) বাতিল করলো ট্রাম্প প্রশাসন !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের পর দেওয়া ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (TPS) এবার বাতিল বলে ঘোষণা করলো ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর (DHS) শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সুবিধা ২৪ জুন শেষ হওয়ার পর আর বর্ধিত করা হবে না। উল্লেখ্য,এই ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (TPS) হল একটি অস্থায়ী ব্যবস্থা। মূলত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপর্যয়ের কারণে যাদের নিজ দেশে নিরাপদে ফেরা সম্ভব হয়ে ওঠে না,এই ব্যবস্থা এমন অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়।

donald trump