New Update
নিজস্ব সংবাদদাতা : আগামী বছর আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ হবে। আর সেই উপলক্ষ্যেই বড় কিছু করার চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বিষয়েই এবার হোয়াইট হাউসের প্রাঙ্গণে, একটি UFC (মিক্সড মার্শাল আর্টস) ম্যাচ আয়োজনের কথা ভাবছেন তিনি। প্রায় ২০,০০০ দর্শক নিয়ে এই বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এই বিষয়ে ট্রাম্প বলেন,“হোয়াইট হাউসের প্রাঙ্গনে অনেক জমি রয়েছে। আমরা সেখানে একটা UFC ফাইট আয়োজন করার বিষয়ে ভেবে দেখতে পারি।” এরপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ''প্রেসিডেন্ট “সম্পূর্ণ সিরিয়াস” তার এই নতুন পরিকল্পনা নিয়ে।''