New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার চীনের বিরুদ্ধে “সম্পূর্ণভাবে চুক্তি লঙ্ঘনের” অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত চীনের বিরুদ্ধে,আমেরিকা ও চীনের মধ্যে সংগঠিত হওয়া 'ফাস্ট ডিল' চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। তিনি বলেন,''চীনের সাথে শুল্ক যুদ্ধের পর, আমি তখন একটি দ্রুত চুক্তি (FAST DEAL) করি শুধুমাত্র চীনের স্থিতিশীলতার কথা ভেবে। কিন্তু তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে। আমাদের উচ্চ শুল্ক নীতির ফলে তখন চীনের অর্থনীতি ভেঙে পড়েছিল এবং চীনে “গৃহবিক্ষোভ” শুরু হয়েছিল।”
/anm-bengali/media/media_files/rux1BgUsyMrjcuUoj8GO.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us