/anm-bengali/media/media_files/2025/09/24/donald-trump-ass-2025-09-24-07-25-02.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দুই পাকিস্তানি নেতাকে “দারুণ নেতা” বলে প্রশংসা করেন। হাস্যরস মিশিয়ে বলেন, “প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসছেন। দুজনেই অসাধারণ মানুষ। হয়তো তাঁরা ইতিমধ্যেই এই ঘরে রয়েছেন, আমি জানি না, কারণ আমরা দেরি করে ফেলেছি।”
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ থামানোর কৌশল নিয়ে আলোচনা করেছিলেন ট্রাম্প, শরিফ এবং আরও আটটি মুসলিম দেশের প্রতিনিধিরা। এবার হোয়াইট হাউসের এই বৈঠক সেই আলোচনা ও সদ্য হওয়া মার্কিন-পাকিস্তান বাণিজ্য চুক্তির ধারাবাহিকতাই বলে মনে করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/16/donald-trump-2025-07-16-01-34-35.jpeg)
প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করে। এতে পাকিস্তানের অব্যবহৃত তেলক্ষেত্র মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত হয় এবং ইসলামাবাদের পণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ কয়েক বছর আগেই ট্রাম্প প্রকাশ্যে পাকিস্তানকে “সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়” বলে কটাক্ষ করেছিলেন। ফলে সম্পর্কের এই উষ্ণতা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দু’বার মার্কিন সফরে গিয়েছেন। এমনকি তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করেছেন বলে খবর।
ট্রাম্প বরাবর দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পাহलगাম সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিশোধমূলক অভিযান অপারেশন সিনদূর চলাকালীন নাকি তিনি শান্তি আনতে মধ্যস্থতা করেছিলেন। যদিও নয়াদিল্লি বারবার স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সমস্ত আলোচনা কেবলমাত্র দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এর জবাবে ৭ মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে, এবং সরকারি হিসেব অনুযায়ী অন্তত ১০০ জন জঙ্গি নিহত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us