New Update
নিজস্ব সংবাদদাতা : এবার অভ্যন্তরীণ নীতি বিল পাস হওয়ার বিষয়টিকে, সমগ্র আমেরিকার জন্য একটি বড় জয় হিসেবে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই বিষয়ে আইওয়া-র ডেস মইনসে এক জনসভায় তিনি বলেন,''আজ কংগ্রেস আমাদের প্রস্তাবিত 'বিগ বিউটিফুল বিল'-কে পাস করলো। আমেরিকার জন্মদিনে এরচেয়ে ভালো উপহার আর কি হতে পারে ? এই বিলটি আমাদের দেশকে আবার মহান করে তুলবে।'' এরপর তিনি বলেন,''একজন ডেমোক্র্যাটও আমাদের সমর্থন করেনি। তারা শুধুমাত্র ট্রাম্পকে ঘৃণা করে বলেই এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তবে, আমিও তাদের ঘৃণা করি। আমি বিশ্বাস করি, তারা আসলে আমাদের দেশকেই ঘৃণা করে। আসন্ন মিডটার্ম নির্বাচনে এই বিষয়গুলিই আমরা প্রচারে কাজে লাগাব।”