ভারতের সাথে বাণিজ্য আলোচনায় ইচ্ছুক নন ট্রাম্প ! পিছনে কোনও বড় কারণ ?

কি বললেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের ওপর প্রায় ৫০ শতাংশের আমদানি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। আর এবার এই বিপুল পরিমান শুল্ক আরোপের পর ভারতের সাথে বাণিজ্য আলোচনার অগ্রগতি প্রসঙ্গেও এক বড় বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভারতের সাথে বাণিজ্য আলোচনার অগ্রগতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান,''না, যতক্ষণ না আমরা বিষয়টি সমাধান করি,ততক্ষন আলোচনা সম্ভব নয়।” সূত্র মতে ট্রাম্পের এই বক্তব্যের পিছনে বেশকিছু কারণ দেখতে পাচ্ছে বিশেষজ্ঞ মহল। যেমন ট্রাম্প কোনওভাবেই চাইছেন না ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখুক। তাছাড়া ভারত-পাকিস্তান শান্তি চুক্তিতে আমেরিকার অবদানকেও কিছুতেই স্বীকার করতে চাইছে না ভারত। মূলত এই দুটি কারণেই ভারতের ওপর রেগে আছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে ট্রাম্পের এই মন্তব্য এটাই ইঙ্গিত করছে যে, ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক আপাতত অনিশ্চয়তার মুখে রয়েছে।

donald trump