১৫০ বার পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি,কিন্তু আমরা সবসময় শান্তির পক্ষে ! পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে জোর সওয়াল করলেন ট্রাম্প

কেন পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে জোর সওয়াল করলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : ফের একবার পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে জোর সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরমাণু নিরস্ত্রীকরণের (Denuclearisation) প্রয়োজনীয়তা ও সুবিধা নিয়ে নানান গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সমগ্র বিশ্বের সমস্ত মানুষের নানান উপকারের জন্য খরচ করা সম্ভব।

তিনি বলেন,''পরমাণু নিরস্ত্রীকরণ একটি মহান জিনিস হবে। আমরা চাইলেই ১৫০ বার গোটা পৃথিবীকে উড়িয়ে দিতে পারি। কিন্তু এর কোনও  প্রয়োজন নেই। আমি এই বিষয়ে পুতিন (Putin) এবং শি (Xi) উভয়ের সঙ্গেই কথা বলেছি, এবং এরা প্রত্যেকেই এই বিপুল পরিমান টাকা অন্যান্য বিষয়ের ওপর খরচ করতে চান। এমন কোনও বিষয়ের ওপর যা এখন মানুষের উপকারে আসতে পারে।"

trump

এরপর তিনি আরও বলেন,''আমার মনে হয় খুব শীঘ্রই পরমাণু নিরস্ত্রীকরণ ঘটতে পারে। আমি শান্তি চাই। আমরা সারা বিশ্বে শান্তি চাই এবং আমরা হয়তো এই বিষয়টির খুব কাছাকাছি আছি।"