/anm-bengali/media/media_files/2024/12/05/OZ5n47PQGBAWcj0gCSN9.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ হোয়াইট হাউসেই দিওয়ালি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি (দিওয়ালি) উপলক্ষ্যে ভারতের জনগণকে উষ্ণ শুভেচ্ছাও জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশিই আজ ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনালাপ করেন তিনি। প্রথমে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন,''আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রদীপে জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করবো। এই প্রথা আসলে অন্ধকারের ওপর আলোর জয়, অজ্ঞতার ওপর জ্ঞানের জয় এবং অশুভ শক্তির ওপর শুভশক্তির বিজয়ের প্রতীক। প্রদীপের শিখার এই আভা আমাদের জ্ঞানের পথ খুঁজতে, অধ্যবসায়ের সঙ্গে কাজ করতে এবং অসংখ্য আশীর্বাদের জন্য আমাদের সর্বদা কৃতজ্ঞ থাকতে স্মরণ করিয়ে দেয়।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/13/donald-trump-2025-10-13-00-50-51.png)
এরপর নরেন্দ্র মোদি প্রসঙ্গে তিনি বলেন,''আমি আজই আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য নিয়েও কথা বলেছি। আসলে নরেন্দ্র মোদি একজন মহান ব্যক্তি, এবং বছরের পর বছর ধরে তিনি আমার একজন দারুণ বন্ধু হয়ে উঠেছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us