নিজস্ব সংবাদদাতা : এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কড়া আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে বলেন, “হার্ভার্ড এখন একপ্রকার ঠাট্টার বিষয়।” এরপর তিনি এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে “চরম বামপন্থী” আখ্যা দেন।
/anm-bengali/media/media_files/2025/03/11/a20uXQq7BW9lhBEXY4Eo.jpg)
ট্রাম্পের দাবি, ''বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বামপন্থী চিন্তাধারার আধিক্য দিন দিন বাড়ছে এবং এর ফলে সমাজের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে।'' ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে মার্কিন শিক্ষা ব্যবস্থায় এক নতুন বিতর্ক শুরু হয়েছে।