/anm-bengali/media/media_files/2025/01/20/PTbexrDxg9OSPGPzyyE3.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গাজা সংকটের মাঝে ফের একবার তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ ট্রাম্প লিখেছেন, “গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন!!!”
এর আগেই শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইজরায়েল ও ইরান-সমর্থিত হামাসের মধ্যে চলমান সংঘাতে এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেন, “আমি মনে করি, যুদ্ধ বিরতির খুব কাছাকাছি এসেছি। আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি।”
তিনি আরও জানান, “আমরা মনে করি আগামী এক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।” যদিও তিনি সুনির্দিষ্ট করে জানাননি কার সঙ্গে কথা হয়েছে তাঁর, তবে সূত্র অনুযায়ী ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল ইজরায়েল-ইরান সংঘাতের সময়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NpZyXl2JuxS2Pmp6Rnto.jpg)
এদিকে হামাস জানিয়েছে, তারা যুদ্ধ শেষ করার শর্তে গাজায় আটকে রাখা সব বাকি জিম্মিদের মুক্তি দিতে রাজি। তবে ইজরায়েল সাফ জানিয়ে দিয়েছে, শুধুমাত্র তখনই যুদ্ধ বন্ধ হবে, যদি হামাস নিজেদের অস্ত্রসমর্পণ করে ও গঠনগতভাবে বিলুপ্ত হয়। পাল্টা হিসেবে হামাস জানিয়েছে, তারা কখনই অস্ত্র ফেলে দেবে না।
এ অবস্থায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে ট্রাম্পের আশাবাদ রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us