“ট্রাম্প থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না”— বিস্ফোরক মন্তব্য পুতিনের!

আলাস্কায় বৈঠকের পর পুতিন বলেন, ২০২২ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতো না।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump and putin

নিজস্ব সংবাদদাতা: আলাস্কার সম্মেলনে পাঁচ বছর পর মুখোমুখি বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে পুতিন বলেন, ২০২২ সালে যদি ট্রাম্প হোয়াইট হাউসে থাকতেন তবে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।


দুই দেশের আলোচনাকে পুতিন ‘গঠনমূলক’ আখ্যা দেন। তিনি বলেন, আলাস্কা বৈঠকের জন্য একটি উপযুক্ত স্থান, কারণ এটি দুই দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত।

Screenshot 2025-08-16 005722

রুশ প্রেসিডেন্ট জানান, কঠিন সময় পেরিয়ে এখন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে “খুব ভালো সরাসরি যোগাযোগ” তৈরি হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, “এই পরিস্থিতি ঠিক করা জরুরি ছিল। আমাদের দেশ একসময় একসঙ্গে শত্রুর বিরুদ্ধে লড়েছে। সেই ঐতিহ্য ভবিষ্যতে আমাদের সাহায্য করবে।”