BREAKING: ইউ এস স্টিল ও নিপ্পন স্টিলের অংশীদারিত্বে ট্রাম্পের অনুমোদন ! উৎপাদন শিল্পে ‘নবজাগরণের’ বার্তা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : এবার ইউ এস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে সংগঠিত হওয়া অংশীদারিত্বকে অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ঠিক এই তথ্যই জানিয়েছে এই দুটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, “আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করতে প্রস্তুত, যাতে আমেরিকান স্টিল শিল্প এবং উৎপাদন আবার তার হারানো গৌরব ফিরে পায়।”  এই চুক্তিটি এমন এক সময়ে চূড়ান্ত হল. যখন আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তির বিরোধিতা করেছিলেন এবং চলতি বছরের শুরুতেই তা আটকে দিয়েছিলেন। তবে ট্রাম্প নতুন করে ক্ষমতায় এসে এই বাধা সরিয়ে দেন।

donald trump