এলন মাস্কের নতুন দলের নাম কি জানেন? আমেরিকায় শোরগোল ফেলে নতুন দলের ঘোষণা মাস্কের- এবার মাস্কের দলকে নিশানা ট্রাম্পের

মাস্কের দলকে নিশানা করেছেন ট্রাম্প।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
elon musk.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় মাস্ক ও ট্রাম্পের দূরত্ব যে আকাশ ছুঁয়েছে তা একেবারে স্পষ্ট করে আমেরিকায় নতুন দলের ঘোষণা করেছেন ব্যবসায়ী এলন মাস্ক। এলন মাস্কের দলের নাম ‘আমেরিকা ফার্স্ট’।

এবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা ফার্স্ট’-কে নিশানা করেছেন। তিনি মাস্কের দলকে “উপহাসযোগ্য” বলে কটাক্ষ করেছেন। একসময়ের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই।