চেন্নাইয়ে ইন্ডিয়া জোট বৈঠকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ডিএমকে-র

চেন্নাই: বিজেপি হঠাৎ বিল আনে, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেয় — ইন্ডিয়া জোটের বৈঠকে অভিযোগ ডিএমকে-র।

author-image
Aniket
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: চেন্নাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকে মুখপাত্র টি.কে.এস. এলাঙ্গোভন বলেন, “... বিজেপি বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ হঠাৎ বিল নিয়ে আসে। তাই, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি কীভাবে তোলা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে…”

তিনি জানান, সংসদে বিরোধী দলগুলিকে একজোট হয়ে কার্যকরভাবে আওয়াজ তুলতে হবে এবং বিজেপির 'অগণতান্ত্রিক নীতি' নিয়ে সরব হতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কংগ্রেস, আপ, সিপিএমসহ একাধিক দলের নেতারা। ইন্ডিয়া জোটের তরফে জানানো হয়েছে, আসন্ন অধিবেশনে কেন্দ্রীয় সরকারের একতরফা নীতির বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানো হবে।