/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গাজায় দখল, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির পালন করলেন বিভিন্ন ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণ। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জড়ো হন মুসল্লিরা। কর্মসূচির নেতৃত্ব দেওয়া ওলামায়ে কেরাম ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজা গণহত্যা বন্ধ নিশ্চিত করা সহ কয়েকটি দাবি জানানো হয়। এ সময় মুসলিম উম্মা নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে বাঁচাতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানানো হয়।
/anm-bengali/media/post_attachments/2e7a3f6b-52f.png)
ইসরায়েলি কোম্পানির সঙ্গে যে কোনো ধরনের চুক্তি বা বাণিজ্য বন্ধ, গাজায় প্রাণ সহায়তা পাঠানো ও পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করার পাঁচটি দাবি জানানো হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের কাছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us