/anm-bengali/media/media_files/2025/07/29/malyesiaaa-2025-07-29-21-28-59.jpg)
নিজস্ব সংবাদদাতা: মালয়েশিয়ায় ভিসা-মুক্ত প্রবেশাধিকার থাকা সত্ত্বেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) প্রবেশের অনুমতি পেলেন না ১০ জন ভারতীয় নাগরিক। সম্প্রতি মালয়েশিয়ার অভিবাসন দফতর এক বিশেষ অভিযান চালিয়ে মোট ৯৯ জন বিদেশিকে দেশে প্রবেশ করতে দেয়নি, যার মধ্যে ছিলেন এই ১০ জন ভারতীয়ও।
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি (AKPS) জানিয়েছে, শুক্রবার রাতভর প্রায় সাত ঘণ্টা ধরে চালানো এই অভিযানে ৪০০-রও বেশি যাত্রীর নথিপত্র খতিয়ে দেখা হয়। এতে দেখা যায়, বেশ কিছু যাত্রীর ভ্রমণ-উদ্দেশ্য এবং অতীত যাত্রার রেকর্ড সন্দেহজনক। ফলে অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় তাঁদের দেশে ঢুকতে দেওয়া হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/11/oO9ei8TlDR8ESGih1uTJ.jpg)
এক সরকারি বিবৃতিতে AKPS জানিয়েছে, “যাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাঁরা সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৮০ জন বাংলাদেশের, ১০ জন ভারতের এবং ৯ জন পাকিস্তানের নাগরিক। সন্দেহজনক ভ্রমণ উদ্দেশ্য এবং অপর্যাপ্ত কাগজপত্রের কারণেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।”
মালয়েশিয়ায় ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু থাকা সত্ত্বেও এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কাদের ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ ফ্লাইট’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং কীভাবে যাচাই করা হচ্ছে যাত্রীদের ভ্রমণ উদ্দেশ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us