ট্রাম্পের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইতিহাস লিখলেন জোহরান মামদানি! প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় জোহরান মামদানির। প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকা-জন্ম মেয়র। কুওমোকে পরাজিত করে প্রগতিশীল ডেমোক্র্যাটদের বড় জয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Mamdani


নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্ক সিটি পেল ইতিহাসের নতুন অধ্যায়। বিশ্বের আর্থিক রাজধানী ও আমেরিকার সবচেয়ে বড় শহরের মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি—প্রথম মুসলিম, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকা-জন্ম  মেয়র হিসেবে গড়লেন নজির। ভিড়ের শহর, বহুস্বরের দেশ—সেখানেই প্রগতিশীল রাজনীতির নতুন মুখ লিখে দিলেন অভূতপূর্ব সফলতার গল্প।

একসময় প্রায় কেউ ভাবেনি তিনি পারবেন। কিন্তু সাধারণ মানুষের বাস্তব লড়াই, দৈনন্দিন জীবনের সমস্যাকে সামনে রেখে প্রচার চালিয়ে ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মামদানি। নিউইয়র্কের পাঁচটি বরোতে ঘুরে ঘুরে তাঁর কথায় উঠে এসেছে চাকরি, বাসস্থানের সংকট, মূল্যবৃদ্ধি—এবং মানুষের প্রতি অটুট আস্থা। সেসবই ভোটবাক্সে যেন প্রতিফলিত হল।

mamdani aa

এই জয় শুধু ব্যক্তিগত নয়—এটি প্রগতিশীল ডেমোক্র্যাটদের বিরাট মনোবলও জোগাচ্ছে। হোয়াইট হাউসের দিকেও এখন চোখ, কারণ ডেমোক্র্যাটদের মধ্যে ট্রাম্পকে টেক্কা দেওয়ার কৌশল নিয়ে প্রবল টানাপোড়েন চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, মামদানি দ্বিতীয়বারের মতো পরাজিত করলেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে। রিপাবলিকান কার্টিস স্লিওয়া অনেকটাই পিছিয়ে পড়েছেন ফল ঘোষণার আগেই।

জোহরান মামদানির এই উত্থান যেন নিউইয়র্কের রাস্তাঘাটের গল্প—এক তরুণ অভিবাসী পরিবারের সন্তান, মানুষের ভিড়ে দাঁড়িয়ে নিজের জায়গা দাবি করেছেন দৃঢ়তায়, ন্যায্যের স্বরে। নিউইয়র্ক এবার নতুন মুখ, নতুন ভাবনা, নতুন রাজনীতি দেখবে—এমনটাই আশার হাওয়া বইছে ভোট-পরাজিত শিবিরেও।