উগান্ডার প্রেসিডেন্ট ভবনে ভারতীয়দের জন্য আয়োজিত হল দীপাবলির বিশেষ নৈশভোজ

কেন এই বিশেষ ব্যবস্থা ?

author-image
Debjit Biswas
New Update
diwali qqqq

নিজস্ব সংবাদদাতা : উগান্ডার প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে এন্টেবে-র স্টেট হাউসে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের জন্য এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন। মূলত আলোর উৎসব দীপাবলি (Diwali) উদযাপন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

উগান্ডার রাষ্ট্রপতির বাসভবনে এই ধরনের একটি বিশেষ আয়োজন, উগান্ডা ও ভারতের মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং সেদেশের সমাজে ভারতীয় প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে উগান্ডার সরকার ভারতীয় সংস্কৃতি ও উৎসবকে কতটা সম্মান ও গুরুত্ব দেয়।

diwALI

এই নৈশভোজ অনুষ্ঠানে উগান্ডার প্রেসিডেন্টের পাশাপাশি উগান্ডার ফার্স্ট লেডিও উপস্থিত ছিলেন এবং তাঁরা ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন।