Cyclone Mocha : উড়ে গিয়েছে ছাদ, ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ার, বন্যা

রবিবার বিকালে সিত্তেতে প্রবল ঘূর্ণিঝড় মোচার (Cyclone Mocha) তাণ্ডবে মায়ানমারে (Myanmar) ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল টাওয়ার। রাখাইন রাজ্যের কিছু অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

author-image
Pritam Santra
New Update
cyclone mocha

নিজস্ব সংবাদদাতা: রবিবার বিকালে সিত্তেতে প্রবল ঘূর্ণিঝড় মোচার (Cyclone Mocha) তাণ্ডবে মায়ানমারে (Myanmar) ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল টাওয়ার। রাখাইন রাজ্যের কিছু অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাস ও প্রবল বাতাস এখনও রয়েছে সেখানে। সিটওয়ের কিছু অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, বন্যা ও বাতাসের প্রভাবে ঘরবাড়ি ও বিভিন্ন কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মায়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাখাইন উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১২০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে এবং ২০ ফুট পর্যন্ত ঢেউ দেখা যেতে পারে।