BREAKING: দলাই লামার উত্তরাধিকার বিতর্ক ! চীনের যাবতীয় আপত্তি উড়িয়ে কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন

ফের ব্যর্থ হল চীন।

author-image
Debjit Biswas
New Update
China

নিজস্ব সংবাদদাতা : এবার দলাই লামার উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে চীনের যাবতীয় আপত্তিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করলো কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন (CTA)। এই বিষয়ে কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন (CTA)-এর মুখপাত্র তেনজিন লাক্ষে বলেন,“কোনও তিব্বতি ধর্মীয় নেতার পুনর্জন্ম প্রক্রিয়ায় চীন সরকারের কোনও ভূমিকা নেই। আসলে চীন নিজেই ‘ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অপরাধী’।’’ যদিও এর আগে তিব্বতের ধর্মগুরু দলাই লামা নিজেই স্পষ্ট করেছেন যে, দলাই লামা প্রতিষ্ঠানের ধারা চালু থাকবে এবং ভবিষ্যতের দলাই লামা হিসেবে, পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র কর্তৃত্ব থাকবে গাডেন ফোডরাং ট্রাস্টের হাতে।

China