বাংলাদেশের বরিশালে শ্মশান দীপাবলির উৎসব

বাংলাদেশের বরিশালে শ্মশান দীপাবলির উৎসব চলছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d1540f7e-6b80-44f0-98aa-52b8ae0e910b

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বরিশালে প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে হাজারো মানুষ এই শ্মশান দীপাবলি উৎসবে অংশ নেন। উৎসব চলে রাত ১২টা পর্যন্ত।
 প্রায় ২০০ বছরের প্রাচীন এই শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্বালন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী ও পুণ্য তিথিতে এই আয়োজন বাংলাদেশের বরিশালে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত। বাংলাদেশের বরিশালে নগরীর  মহাশ্মশানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা স্মৃতি রানী বলেন, বাবার স্মৃতির উদ্দেশে প্রতি বছর দীপাবলিতে তিনি মহাশ্মশানে যান। এ সময় বাবার পছন্দের সব খাবার সমাধিতে রেখে আসেন।


সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে আসা রুপক শীল জানান, ছোট বেলায় তিনি তার বাবাকে হারিয়েছেন, সেই থেকেই তার সমাধিতে ফুল দিতে আসেন তিনি। তাছাড়া এখানে আসলে পুরানো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে তার দেখা হয়।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে জানান, বরিশাল নগরের কাউনিয়ায় মহাশ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। নতুন পুরানো মিলিয়ে মহাশ্মশানে ৬০ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা ও ১০ হাজার কাঁচা মঠ রয়েছে।  স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে প্রতিবছর শ্মশান দিপালীতে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।