New Update
/anm-bengali/media/media_files/2025/02/19/P1gUwlvavgWOaZqdrSmK.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির বেশকিছু গুরুত্বপূর্ণ অংশকে খারিজ করে দিল মার্কিন আদালত। এই বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের, তিন বিচারকের বেঞ্চ জানিয়েছে, ''১৯৭৭ সালের আইনের আওতায় ট্রাম্প তার ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিলেন।'' এই রায়ের ফলে ৭৫টিরও বেশি দেশের ওপর ট্রাম্প প্রশাসনের ঘোষিত ১০% শুল্ক, মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫% শুল্ক এবং চিনা পণ্যে ২০% শুল্ক স্থগিত হয়েছে। আদালত জানিয়েছে, ''এই আইনের অধীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের ওপর সীমাহীন শুল্ক চাপাতে পারেন না।''
/anm-bengali/media/media_files/2025/05/24/0kE84R5JNGiroCVplTDT.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us