মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কোস্টারিকা, এবার অবৈধ অভিবাসীদের জায়গা দেবে এই দেশ

প্রথমে দলটিকে পানামা সীমান্তের কাছে একটি অস্থায়ী অভিবাসী কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: পানামা ও গুয়াতেমালার পথ অনুসরণ করে কোস্টারিকা ঘোষণা করেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে প্রস্তুত। বিশেষ করে যারা মধ্য এশিয়া ও ভারতের নাগরিক তাঁদেরকে নিজেদের দেশে স্বাগত জানাতে প্রস্তুত কোস্টারিকা।

কোস্টারিকার রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ২০০ অভিবাসীর প্রথম দল একটি বাণিজ্যিক ফ্লাইটে তাঁদের দেশে পৌঁছাবে। বিবৃতিতে বলা হয়েছে, “কোস্টারিকা সরকার ২০০ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে প্রত্যাবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এরা মধ্য এশিয়া এবং ভারত থেকে আগত মানুষ বলে জানা যাচ্ছে”।

নির্বাসিতদের জন্য কোস্টারিকার পরিকল্পনা - 

usplane_amritsar-scaled.jpg

যা জানা যাচ্ছে, প্রথমে দলটিকে পানামা সীমান্তের কাছে একটি অস্থায়ী অভিবাসী কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে।

এরপর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

INDIAN-PASSPORT

মার্কিন সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) পুরো প্রক্রিয়াটির খরচ বহন করবে।
মধ্য আমেরিকার দেশগুলোর সহযোগিতা

কোস্টারিকা মধ্য আমেরিকার তৃতীয় দেশ, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিবাসী প্রত্যাবাসনে সহযোগিতা করছে। পানামা ইতিমধ্যে ১১৯ জন অভিবাসীকে গ্রহণ করেছে, তবে এখনও গুয়াতেমালায় প্রথম দল পৌঁছায়নি।