“সহযোগিতাই হোক ভিত্তি, প্রতিযোগিতা নয়”— নামিবিয়ার সংসদে মোদীর বার্তা আফ্রিকার উদ্দেশ্যে

নামিবিয়ার সংসদে মোদীর বার্তা আফ্রিকার উদ্দেশ্যে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-09 10.37.43 PM

নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে আফ্রিকা ও ভারতের সম্পর্কের এক নতুন দর্শন তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমরা প্রতিযোগিতা করতে চাই না, বরং সহযোগিতা করতে চাই। আমাদের লক্ষ্য একসঙ্গে গড়ে তোলা—নেওয়ার জন্য নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠার জন্য।"

তিনি জানান, আফ্রিকায় ভারতের উন্নয়ন সহযোগিতা ১২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হলেও, এর প্রকৃত মূল্য নিহিত রয়েছে “অভিন্ন বিকাশ এবং অভিন্ন উদ্দেশ্যের মধ্যে”। প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা বিশ্বাস করি, আফ্রিকা কেবল কাঁচামালের উৎস হয়ে থাকবে না। আফ্রিকাকে নেতৃত্ব দিতে হবে মূল্য সংযোজন ও টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে। এ কারণেই আমরা আফ্রিকার শিল্পায়নের লক্ষ্য 'Agenda 2063'-কে পূর্ণ সমর্থন জানাই।" মোদীর এই বক্তব্যে ভারতের পররাষ্ট্রনীতিতে আফ্রিকাকে যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে, তা আরও একবার স্পষ্ট হলো। সংসদজুড়ে প্রশংসা কুড়িয়েছে তাঁর এই দৃষ্টিভঙ্গি, যা কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে অর্থনীতি, শিল্প, ও মানবিক উন্নয়নের দিশা দেখায়।