/anm-bengali/media/media_files/2025/09/15/tinder-2025-09-15-20-45-48.jpg)
নিজস্ব সংবাদদাতা: আবারও শিরোনামে উঠে এলেন কুখ্যাত প্রতারক শিমন ইয়েহুদা হায়ুট, যিনি বিশ্বজুড়ে পরিচিত “টিন্ডার সুইন্ডলার” নামে। রবিবার জর্জিয়ার কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
খবরে বলা হয়েছে, ইসরায়েলের নাগরিক হায়ুটকে আটক করা হয় বাতুমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই। তাঁর আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তার স্পষ্ট কারণ জানা যায়নি। তিনি বলেন, “আজ সকালে ওর সঙ্গে কথা হয়েছে। কিন্তু আমরাও বুঝতে পারছি না, হঠাৎ গ্রেপ্তারের কারণ কী। এতদিন তো সে অবাধে বিশ্ব ঘুরে বেড়াচ্ছিল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
হায়ুটের নাম প্রথম বিশ্বজুড়ে আলোড়ন তোলে ২০২২ সালের নেটফ্লিক্স ডকুমেন্টারির পর। সেখানে অভিযোগ করা হয়েছিল, তিনি টিন্ডারে নারীদের সঙ্গে পরিচয় করে প্রায় ৭.৪ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি টাকার বেশি) প্রতারণা করেছেন।
নিজেকে এক হীরার ব্যবসায়ী বিলিয়নিয়ারের ছেলে বলে পরিচয় দিতেন তিনি। টিন্ডারে ম্যাচ হওয়ার পর মহিলাদের নিয়ে যেতেন বিলাসবহুল প্রথম ডেটে। তারপর বিশ্বাস অর্জন করে হঠাৎ জানাতেন—“আমার ক্রেডিট কার্ড নিরাপত্তাজনিত কারণে ব্যবহার করা যাচ্ছে না।” এরপরই মহিলাদের চাপ দিতেন তাঁদের নামে নতুন কার্ড খুলে দিতে। সেই কার্ড ব্যবহার করেই চালাতেন প্রতারণার জাল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us