খ্রিস্টানদের উপর ফের জঙ্গি হামলা! কঙ্গোয় মধ্যরাতে গির্জায় চালানো গণহত্যা কাঁপাল বিশ্ব

কঙ্গোয় রাতে গির্জায় জঙ্গি হামলায় ৩৮ জন খ্রিস্টান নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
congo terrorist attack

নিজস্ব সংবাদদাতা: পূর্ব কঙ্গোর কমান্ডা শহরে রবিবার রাতের ভয়াবহ হামলায় ৩৮ জন খ্রিস্টান প্রার্থনাকারী নিহত হয়েছেন। সশস্ত্র জঙ্গি সংগঠন আইএস (Islamic State)-এর সহায়তাপুষ্ট ADF বিদ্রোহীরা এই নির্মম হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

ঘটনাটি ঘটে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের কমান্ডা শহরের একটি ক্যাথলিক গির্জায়। শহর প্রশাসনের কর্মকর্তা জঁ কাটো জানান, ওই সময় গির্জায় রাতভর প্রার্থনা চলছিল। গভীর রাতে বিদ্রোহীরা আগ্নেয়াস্ত্র এবং চাপাতি নিয়ে গির্জায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে গির্জার পরিবেশ রূপ নেয় মৃত্যুকূপে। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাও রয়েছে।

ISLAMIC STATE

স্থানীয় মানবাধিকার কর্মী ক্রিস্টোফ মুয়ানডেরু জানান, রাতের আঁধারে প্রথমে কিছু গুলির শব্দ শোনা গেলেও এলাকাবাসী ভেবেছিলেন চোর ঢুকেছে। কিন্তু পরে বোঝা যায়, এটি ছিল ADF বিদ্রোহীদের একটি সংগঠিত হামলা। তিনি বলেন, “বিদ্রোহীরা মূলত ক্যাথলিক গির্জায় থাকা প্রার্থনাকারী খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। কেউ গুলিতে, কেউ চাপাতির কোপে নিহত হয়েছেন।”

এই ভয়াবহ হত্যাকাণ্ডে আহত হয়েছেন আরও ১৫ জন এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ। জাতিসংঘের কঙ্গোতে শান্তিরক্ষা মিশন (MONUSCO) এই হত্যালীলার তীব্র নিন্দা জানিয়ে একে পূর্বাঞ্চলীয় সহিংসতার “নতুন ঢেউ” বলে অভিহিত করেছে।