BREAKING: ২২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ ! ট্রাম্প প্রশাসনের সঙ্গে বড়মাপের সমঝোতায় এল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

কেন হল এই চুক্তি ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : এবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হতে, প্রায় ২২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে, নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। এই চুক্তির ফলে এই প্রতিষ্ঠানটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় ফেডারেল গবেষণা তহবিল চালু করবে ট্রাম্প প্রশাসন। গত ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধের সময়, কলাম্বিয়ার ক্যাম্পাসে ইহুদিবিরোধী মন্তব্য ও বিক্ষোভ বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে,এই বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিল বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়টি ইহুদি ছাত্রছাত্রীদের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তবে এই চুক্তির অংশ হিসেবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও অপরাধ স্বীকার করেনি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্বাধীনতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় দায়বদ্ধ থাকবে। এই সমঝোতার ফলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ফের ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ফেডারেল গবেষণা তহবিল পাবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

donald trump