সাংবাদিক মা অপহৃত, এখন গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী ছেলে, কলম্বিয়ায় রাজনীতির অন্ধকার ইতিহাস

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই পারিবারিক কাহিনী শুনলে আপনি চমকে উঠবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
colombian president


নিজস্ব সংবাদদাতা: কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক নির্বাচনী সমাবেশ চলাকালীন গুলিবিদ্ধ হলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই। শনিবারের এই হামলায় তাঁর মাথায় দু’বার এবং শরীরের আরও একটি স্থানে গুলি লাগে বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে  মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মারিয়া ক্লাউদিয়া তারাজোনা।

ঘটনার পর পুলিশ এক ১৫ বছর বয়সি কিশোরকে গ্রেপ্তার করেছে। কীভাবে সে এই হামলা চালালো এবং কার প্ররোচনায় এমন কাজ করলো, তা নিয়ে তদন্ত চলছে।

মিগুয়েল উরিবের পারিবারিক পটভূমিও যথেষ্ট  আলোচিত। তাঁর বাবা একজন ইউনিয়ন নেতা ও ব্যবসায়ী ছিলেন যিনি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মা ডায়ানা তুরবাই ছিলেন সাংবাদিক ও প্রাক্তন কলম্বিয়ান  প্রেসিডেন্ট হুলিও সিজার তুরবাই-এর কন্যা। ডায়ানা ১৯৯০ সালে এক সাক্ষাৎকারের ছলনায় কলম্বিয়ার এলএনএ (ন্যাশনাল লিবারেশন আর্মি)-র মাধ্যমে অপহৃত হন। এই অপহরণে পরোক্ষভাবে যুক্ত ছিল কুখ্যাত মাদকসম্রাট পাবলো এস্কোবারের মেদেলিন কার্টেলের সহযোগী গোষ্ঠী "লোস প্রিসকোস"।

colombian president   m

ডায়ানা তুরবাইকে অপহরণের পর কোপাকাবানা নামক দুর্গম এলাকায় আটকে রাখা হয়। সেখান থেকেই তিনি চুপিচুপি চিঠি পাঠিয়ে তাঁর অবস্থান জানান এবং অন্য এক সাংবাদিককে মুক্তির জন্য উৎসাহ দেন। 

১৯৯১ সালের ২৫ জানুয়ারি, কলম্বিয়ান পুলিশ একটি উদ্ধার অভিযান চালায়, যা ছিল অত্যন্ত গোপনীয় ও তুরবাই পরিবারকে না জানিয়ে পরিচালিত। সেই অভিযানে একটি গুলি তাঁর পিঠে লাগে, যা তাঁর লিভার ও একটি কিডনি আংশিকভাবে ধ্বংস করে দেয়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এখনও নিশ্চিত হওয়া যায়নি যে ওই গুলি পুলিশ নাকি অপহরণকারীদের তরফ থেকে এসেছিল। আন্তর্জাতিকভাবে এই ব্যর্থ উদ্ধার অভিযান বলে সমালোচিত হয় ।

এই ঘটনার সঙ্গে যুক্ত রাজনৈতিক ও পারিবারিক ইতিহাস কলম্বিয়ার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।