থারুরের কড়া বার্তায় নরম কলম্বিয়া, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতকে সমর্থন

'অপারেশ সিঁদুর'-এ ভারতকে সমর্থন করল কলম্বিয়া।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Shashi-Tharoor-1

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: ভারতের কূটনীতিতে বড় সাফল্য। পাকিস্তানে প্রাণহানির ঘটনায় প্রকাশ্যে শোকবার্তা দেওয়ার পর তা শুক্রবার (স্থানীয় সময়) প্রত্যাহার করল কলম্বিয়া।

‘অপারেশন সিঁদুর’-এ ভারতের প্রতিশোধমূলক হামলার পরপরই কলম্বিয়ার আগের অবস্থান ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিল ভারতীয় কূটনীতিক মহল। শশী থারুরের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই বিষয়ে সরাসরি অসন্তোষ জানায়।

এরপর কলম্বিয়ার উপ বিদেশমন্ত্রী রোজা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও স্পষ্ট জানান, “আজ আমরা যে ব্যাখ্যা ও বিশদ তথ্য পেয়েছি, তাতে প্রকৃত পরিস্থিতি ও কাশ্মীর নিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে আমাদের বোঝাপড়া স্পষ্ট হয়েছে। আমরা বিশ্বাস করি, এই তথ্যের ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক সংলাপ আরও এগিয়ে যাবে।”

tharoorsashi

উপস্থিত ছিলেন শশী থারুরও, যিনি কলম্বিয়ার অবস্থান পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, “ভারত এই সিদ্ধান্তকে সম্মান জানায় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী।”