/anm-bengali/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-227-pm-2025-08-31-14-59-44.png)
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে শনিবার গভীর রাতে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার মধ্যরাতে দর্শন বিভাগের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে মারধরের শিকার হন ওই ছাত্রী। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।এই ঘটনার পর রোববার সকল পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় ফের স্থানীয়রা হামলা চালায়।
/anm-bengali/media/post_attachments/b548fa8e-a03.png)
এসময় স্থানীয়দের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ ১০ জন।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়েন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us