কেউ রাশিয়ার তেল কিনতে চায় না,তাই ভারতকে সস্তায় বিক্রি করে ! বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন সচিব

কি দাবি করলেন মার্কিন সচিব ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-রাশিয়া সম্পর্ককে কেন্দ্র করে এক বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন শক্তি সচিব। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইট সরাসরি উল্লেখ করেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করা উচিত ভারতের। তিনি বলেন,''বিশ্বে অনেক তেল রপ্তানিকারক দেশ রয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কোনও প্রয়োজন নেই ভারতের। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনে কারণ এটি সস্তা। আসলে কেউই রাশিয়ার কাছ থেকে তেল কিনতে চায় না। তাই রাশিয়াকে কম দামে তা বিক্রি করতে হয়।"

Putin

এরপর তিনি বলেন,''সস্তায় তেল কেনার জন্য ভারত সেই ব্যক্তিকে অর্থের যোগান দিচ্ছে যে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষকে হত্যা করছে।"