চীন–পাকিস্তানের মহা জোট! সেনাঘাঁটিতে তপ্ত আলোচনায় উঠে এল ভারত ও আফগানিস্তানের নাম

চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধান গোপন বৈঠক করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
china pakistan meeting

নিজস্ব সংবাদদাতা: বেইজিং–ইসলামাবাদ জোট আরও মজবুত হচ্ছে! পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইসলামাবাদের জেনারেল হেডকোয়ার্টারে বৈঠক করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। গোয়েন্দা মহলের মতে, এই বৈঠক শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং পাকিস্তানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি আসলে সেনাবাহিনীর হাতেই কতটা নিয়ন্ত্রিত, সেটার বড় প্রমাণ।

china foreign ministe  a

সূত্র বলছে, আলোচনার মূল বিষয় ছিল দক্ষিণ এশিয়ার অশান্ত পরিস্থিতি—আফগানিস্তান, ভারত থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত। বিশেষ করে জোর দেওয়া হয়েছে যৌথভাবে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা গড়ে তোলার ওপর। কারণ, চিন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC) এবং পাকিস্তানে কাজ করা চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুই দেশই এখন সবচেয়ে বেশি চিন্তিত।