সদ্য উদ্বোধন, আর আজ ধস! চীনের হংচি ব্রিজ ভাঙার মুহূর্তে হতবাক দুনিয়া

চীনের সিচুয়ান প্রদেশে সদ্য নির্মিত হংচি ব্রিজ ধসে নদীতে তলিয়ে গেল। ভয়াবহ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভূমিধসের পর মুহূর্তে ভেঙে পড়ল জাতীয় মহাসড়কের সেতু, তবে প্রাণহানির খবর নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
CHINA BRIDGE

নিজস্ব সংবাদদাতা:  চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে হঠাৎ ভয়ঙ্কর দৃশ্য— সদ্য উদ্বোধন হওয়া হংচি ব্রিজ কয়েক সেকেন্ডের মধ্যেই গুঁড়িয়ে পড়ে গেল নদীর বুকে! মুহূর্তের মধ্যে কংক্রিট ও লোহার বিশাল কাঠামো গড়িয়ে পড়ে তীব্র শব্দে জলে মিশে গেল। পুরো ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই চীনের সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মারকাং শহরের শুয়াংজিয়াংকো জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকায় টানা ভূমিধসের পরেই এই বিপর্যয় ঘটে। আশ্চর্যের বিষয়— এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ঢাল থেকে হঠাৎ ধস নেমে আসছে। ঘন ধূলোর মেঘে ঢেকে যাচ্ছে চারদিক। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রিজের তলা নড়তে শুরু করে, একের পর এক স্তম্ভ কাঁপতে থাকে, আর পরক্ষণেই সেতুটি গর্জে ভেঙে পড়ে নদীর মধ্যে।

এই হংচি ব্রিজ ছিল চীনের তিব্বতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী জাতীয় মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মাত্র কিছুদিন আগেই ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। প্রকৌশলীরা বলছেন, পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও ঢাল নরম হয়ে যাওয়াই এর মূল কারণ হতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং পরিবহন ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে। বিপর্যয়ের সময় ব্রিজে কোনো যানবাহন ছিল না, যা অনেক বড় দুর্ঘটনা থেকে অঞ্চলকে রক্ষা করেছে।

চীনের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিওটি লাখ লাখ মানুষ শেয়ার করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন — “এত আধুনিক প্রযুক্তির দেশে নতুন ব্রিজ কীভাবে মুহূর্তে ধসে পড়ল?”