সয়াবিন আমদানি বন্ধ করলো সরকার!

চীনে তিনটি মার্কিন সয়াবিন প্রতিষ্ঠানের আমদানি বন্ধ, ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করেছেন। মার্কিন কৃষকদের জন্য কি হবে ভবিষ্যত?

author-image
Debapriya Sarkar
New Update
USA Chinaq.jpg

নিজস্ব সংবাদদাতা : চীন সম্প্রতি তিনটি মার্কিন প্রতিষ্ঠান থেকে আমেরিকান সয়াবিন আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য একটি বড় ধাক্কা, কারণ চীনই তাদের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি গুরুতর সমস্যা, কারণ তাদের উৎপাদিত প্রায় ৩০ শতাংশ সয়াবিন চীনে রপ্তানি হয়। চীনের এই পদক্ষেপ মার্কিন কৃষকদের আয়ের ওপর চাপ সৃষ্টি হতে পারে এবং এর ফলস্বরূপ বিশ্বব্যাপী কৃষিপণ্য বাজারেও প্রভাব পড়তে পারে।

20IN_THVLR_CHINA_FLAG

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। আগামী ১০ই মার্চ থেকে এসব শুল্ক কার্যকর হবে, যা চীনে আমদানিকৃত মার্কিন মুরগি, গরুর মাংস, শূকরের মাংস এবং সয়াবিনের ওপর প্রযোজ্য হবে।