BREAKING: রাশিয়া থেকে তেল কিনলে বাড়বে আমদানি শুল্ক ! মার্কিন হুমকির বিরুদ্ধে কড়া বার্তা দিল চীন

আমেরিকাকে কি বার্তা দিল চীন ?

author-image
Debjit Biswas
New Update
cbsn-fusion-concerns-over-china-russia-iran-and-north-korea-partnership-thumbnail

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত থাকলে ভারত ও চীনের ওপর ব্যাপক পরিমান আমদানি শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকির বিরুদ্ধে কড়া বার্তা দিল চীন। আজ এই বিষয়ে চীনের বিদেশ মন্ত্রক একটি টুইট বার্তায় জানিয়েছে,''চীন তার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য শক্তি সরবরাহ নিশ্চিত করবেই। শুল্ক যুদ্ধের ক্ষেত্রে কেউই বিজয়ী হয় না। জোরজবরদস্তি করে ও চাপ দিয়ে কিছুই অর্জন করা যায় না। চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।"

China