একটানা বৃষ্টিতে মৃত্যুপুরীতে বেইজিং! প্রাণ গেল ৩০ জনের — আতঙ্কে ঘর ছাড়ল ৮০ হাজার মানুষ

চীনের ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
china flood

নিজস্ব সংবাদদাতা: বেইজিংয়ে প্রবল বর্ষণের ফলে মৃত্যু হল অন্তত ৩০ জনের, এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষকে। মঙ্গলবার বেইজিংয়ের মিউনিসিপ্যাল বন্যা নিয়ন্ত্রণ দফতর এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শহরের উত্তরের পার্বত্য অঞ্চলগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ুন জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের এবং ইয়ানছিং জেলায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন। ব্যাপক ভূমিধস, জলবন্দি অবস্থা ও সড়ক বিপর্যয়ের জেরে পরিস্থিতি চরমে উঠেছে।

china flood.jpg

বেইজিং জুড়ে এখনও পর্যন্ত মোট ৮০,৩৩২ জন বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে নিরাপদ স্থানে। স্থানীয় প্রশাসনের মতে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মিয়ুন এলাকায়— যেখানে একটানা বৃষ্টিতে রেকর্ড ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে।

উদ্ধারকাজ চলছে জোরকদমে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী ও সেনাবাহিনী। শহরের একাধিক সড়ক জলমগ্ন, বহু এলাকা বিদ্যুৎ ও জলের অভাবে জর্জরিত।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে এবং প্রয়োজন হলে দ্রুত সরকারি সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।