নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ চীন-বিষয়ক বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা যদি এখনই সাবধান না হই, তাহলে কোভিডের থেকেও ভয়ানক কিছু আসতে পারে।” এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দু’জন চীনা বিজ্ঞানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটি মারাত্মক ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে।
৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান ও তাঁর ৩৪ বছর বয়সী প্রেমিক জুংইওং লিউ নামের এই দুই বিজ্ঞানী চক্রান্ত করে যুক্তরাষ্ট্রে ‘ফুসেরিয়াম গ্রামিনিয়ারাম’ নামে একটি ছত্রাক পাচারের চেষ্টা করেন। এই ছত্রাক গম, যব, ভুট্টা ও ধানে ‘হেড ব্লাইট’ নামে এক মারাত্মক রোগ সৃষ্টি করে।
/anm-bengali/media/media_files/2025/06/09/ZWbNJtD0eaC5KPDPFa4g.JPG)
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এই ছত্রাক বৈজ্ঞানিকভাবে একটি সম্ভাব্য কৃষি-সন্ত্রাসবাদী অস্ত্র হিসেবে চিহ্নিত এবং এটি প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ফসলের ক্ষতি করে। এটি মানুষের ও প্রাণীর শরীরে বমি, লিভার ক্ষতি এবং প্রজননজনিত সমস্যার সৃষ্টি করতে পারে।
এই দম্পতি আগে চীনে এই ছত্রাক নিয়ে গবেষণাও করেছিলেন।
এক সাক্ষাৎকারে গর্ডন জি চ্যাং, যিনি চীন বিষয়ক একজন প্রখ্যাত মার্কিন বিশেষজ্ঞ, বলেন—এটি আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি আক্রমণ। তাঁর মতে, আমেরিকার উচিত এখনই চীনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা। নইলে ভবিষ্যতে কোভিডের থেকেও ভয়ানক কিছু আসতে পারে।
তিনি মনে করিয়ে দেন, ২০১৯ সালের মে মাসে চীনের সরকারি মিডিয়া “পিপল’স ডেইলি” একটি সম্পাদকীয় প্রকাশ করে আমেরিকার বিরুদ্ধে ‘জনযুদ্ধ’-এর ডাক দিয়েছিল। চ্যাং বলেন, অনেক আমেরিকান হয়তো এসব প্রোপাগান্ডাকে গুরুত্ব দেন না, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির দৃষ্টিতে এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত।