/anm-bengali/media/media_files/2025/08/08/axflpldx-2025-08-08-00-30-43.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় শিকাগোর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ঘৃণাজনিত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগ আনা হয়েছে।
এই গুরুতর অভিযোগে দোষী প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলেও জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে দূতাবাস সংলগ্ন একটি সড়কে, যেখানে ইজরায়েলি কর্মীরা ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎই অভিযুক্ত ব্যক্তি গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
/anm-bengali/media/post_attachments/bdebfae0-18b.png)
মার্কিন বিচার বিভাগ সূত্রে খবর, এই অপরাধটি ছিল পূর্বপরিকল্পিত এবং ইজরায়েলি নাগরিকদের লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তে ঘৃণামূলক উদ্দেশ্য ও বিদেশি লক্ষ্যবস্তুকে টার্গেট করার প্রমাণ মিললে ‘হেট ক্রাইম’ ধারায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।
ইতিমধ্যেই মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা (FBI) তদন্ত শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ইজরায়েলি দূতাবাস।
ওয়াশিংটনে কূটনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর।
A Chicago man arrested for the fatal shooting of two Israeli embassy staffers in the US capital Washington could potentially face the death penalty if convicted of murder and hate crime charges, officials said https://t.co/2IfuxYXfj4
— AFP News Agency (@AFP) August 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us