পুতিন জিতলে হারবে গোটা বিশ্ব ! গোপন আলোচনাকে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা চেক প্রেসিডেন্টের

কেন মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করলেন চেক প্রেসিডেন্ট ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সম্ভাব্য বিজয়ের পরিণতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল। তিনি বলেছেন, ইউক্রেনে যদি ভ্লাদিমির পুতিন জয়লাভ করেন, তবে এটি কেবল ইউক্রেনেরই পরাজয় হবে না, বরং 'গোটা বিশ্ব হারাবে'।

প্রেসিডেন্ট পাভেল, যিনি নিজেও ন্যাটো সামরিক বাহিনীর একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড হস্তান্তর সংক্রান্ত গোপন আলোচনার খবর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Putin

পেত্র পাভেল এই ধরনের গোপন আলোচনাকে ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন সময়ের সঙ্গে বিপজ্জনকভাবে তুলনা করেছেন,"ইউক্রেনের ভূখণ্ড হস্তান্তরের বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কথিত গোপন আলোচনার খবর ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির কথা বিপজ্জনকভাবে মনে করিয়ে দেয়।"