অবশেষে কানাডার কঠোর পদক্ষেপ—সন্ত্রাসী তালিকায় বিষ্ণোই গ্যাং

বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল কানাডার সরকার।

author-image
Tamalika Chakraborty
New Update
gangster_Lawrence_Bishnoi__1729243142938_1729776669337


নিজস্ব সংবাদদাতা: কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সোমবার দেশটির জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাংগারী এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “আজ আমাদের সরকার বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডায় সহিংসতা, সন্ত্রাস ও জনগণকে ভয় দেখানো—কখনও সহ্য করা হবে না।”

anmol bishnoi

কানাডার জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্নোই গ্যাং আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠনের সংজ্ঞায় মিলে যায়। তাদের কর্মকাণ্ড নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে আতঙ্ক সৃষ্টি করে এবং ভয়ের পরিবেশ তৈরি করে।