চীনের ওপর নির্ভরতা শেষ ! দুর্লভ খনিজের জন্য ৪.৬ বিলিয়ন ডলারের প্রস্তাব পেশ করলো কানাডা

কি প্রস্তাব পেশ করলো কানাডা ?

author-image
Debjit Biswas
New Update
MARK CARNEY

নিজস্ব সংবাদদাতা : দুর্লভ খনিজের জন্য চীনের উপর নির্ভরতা কমাতে এবং পশ্চিমা দেশগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রায় ৪.৬ বিলিয়ন ডলারের প্রস্তাব পেশ করলো কানাডা। এই প্রস্তাবে ২৫টি গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করবে কানাডা। 

কানাডার বিষয়কে কেন্দ্র করেই জ্বালানি মন্ত্রী টিম হডসন (Tim Hodgson) ঘোষণা করেছেন যে,''কানাডা প্রতিরক্ষা উৎপাদন আইন (Defence Production Act) কার্যকর করবে। এই আইনের মাধ্যমেই কানাডা দেশীয়ভাবে গুরুত্বপূর্ণ খনিজগুলির একটি কৌশলগত মজুদ (domestic stockpile) গড়ে তুলবে।''

MARK CARNEY

খুব শীঘ্রই চীনের বদলে কানাডা এই গুরুত্বপূর্ণ খনিজগুলি সরবরাহের চেষ্টা চালাবে।