হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে ট্রাম্প-পুতিন বৈঠক ! নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত বুলগেরিয়া

কেন রাজি হল বুলগেরিয়া ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে চলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের জন্য, পুতিনের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিতে প্রস্তুত বুলগেরিয়া। এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জর্জি জর্জিভ (Georgi Georgiev)। 

জর্জিভ জোর দিয়ে বলেন,''যদি এই সাক্ষাতের একমাত্র লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা হয়, তবে এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের জন্য সবরকম ব্যবস্থা করে দেওয়াটাই যুক্তিযুক্ত।''

G2RpK84WcAAgfvq

এরপর তিনি আরও বলেন,''যদি দুইজন অংশগ্রহণকারীদের মধ্যে একজন পৌঁছাতে না পারেন, তবে আপনি কীভাবে একটি বৈঠক করবেন?"