ড্রোনে লকডাউন ব্রাসেলস বিমানবন্দর! নিরাপত্তা চরম সতর্কতায় বেলজিয়াম

আকাশে ড্রোন দেখা যেতেই বন্ধ ব্রাসেলস বিমানবন্দর এবং লিয়াজ। যাত্রীদের চরম ভোগান্তি। চলতি মাসে তৃতীয়বার ইউরোপে ড্রোন আতঙ্কে স্থগিত উড়ান পরিষেবা।

author-image
Tamalika Chakraborty
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা:  ব্রাসেলস বিমানবন্দরে হঠাৎ আতঙ্ক। আকাশে ড্রোন দেখা যেতেই মুহূর্তে থমকে গেল উড্ডয়ন ও অবতরণ—বন্ধ হয়ে গেল ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরগুলির অন্যতম ব্রাসেলস এয়ারপোর্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেলজিয়ামের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ঠিক ১৯০০ GMT নাগাদ আকাশে ড্রোন নজরে আসার পরই বন্ধ করা হয় বিমান চলাচল।

একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে লিয়াজ বিমানবন্দরও। দুই বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকা যাত্রী, লাগেজ, উড়ান—সবকিছুই যেন আচমকা আটকে গেল এক অনিশ্চয়তায়। কতক্ষণ এই অবস্থা চলবে? বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও এখনও নেই পরিষ্কার উত্তর। শুধু নিরাপত্তাই এখন একমাত্র অগ্রাধিকার।

Flight

বেলজিয়ামের আকাশপথ নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র কার্ট ভারউইলিজেন জানিয়েছেন, ড্রোন দেখা যেতেই জরুরি সতর্কতা জারি করা হয়। কোনও ঝুঁকি না নিয়েই বন্ধ করে দেওয়া হয় সব উড়ান কার্যক্রম। বিমানবন্দর চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে তল্লাশি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইউরোপজুড়ে ড্রোন-হুলস্থুল। এর আগেই ড্রোন আতঙ্কে বন্ধ রাখতে হয়েছিল কোপেনহেগেন ও অসলো বিমানবন্দর। গত সপ্তাহেই বেলজিয়ামের এক সামরিক বিমানঘাঁটির ওপরেও দেখা গিয়েছিল সন্দেহজনক ড্রোন। বারবার এভাবে আকাশে ড্রোন—নিরাপত্তা প্রশ্নে বড় চিন্তা বাড়ছে ইউরোপ জুড়ে।

আজ ব্রাসেলসে যে দৃশ্য, তাতে যাত্রীদের চোখে উদ্বেগ আর অপেক্ষার ছাপ। ঘড়ির কাঁটা এগোচ্ছে, কিন্তু বিমানের চাকায় এখনো গতি নেই। কখন ফের আকাশে উঠবে প্লেন? কর্তৃপক্ষের উত্তর—“এখনই কিছু বলা যাচ্ছে না, নিরাপত্তা নিশ্চিত হওয়াই প্রথম।”