New Update
/anm-bengali/media/media_files/bxiHzFSnQ8qyXpwpZkhW.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহান্তে তুর্কি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ান নৌবাহিনীর দ্বারা হামলার কবলে পরে। এবার তুরস্ক মস্কোকে ভবিষ্যৎ উত্তেজনা এড়াতে সতর্ক করেছে। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের কার্যালয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। গত মাসে ইউক্রেনীয় শস্য চুক্তি থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করেছে। তারপর থেকেই কৃষ্ণ সাগরে একাধিক হামলা চালানো হয়েছে।
#BREAKING Turkey 'warned' Russia after Black Sea ship attack: Ankara pic.twitter.com/L5wWSFm2mh
— AFP News Agency (@AFP) August 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us