/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা দুটি মার্কিন কৌশলগত বোমারু বিমানকে বাল্টিক সাগরের ওপর রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন থেকে বিরত রাখতে যুদ্ধবিমান পাঠিয়েছে। রাশিয়ার দাবি, বাল্টিক সাগরের ওপর রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করছে আমেরিকা। এই সপ্তাহে এই ধরনের দ্বিতীয় ঘটনা এটা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর দুটি বি-১বি কৌশলগত বোমারু বিমানকে বাল্টিক সাগরের ওপর চিহ্নিত করা হয়েছে। যার প্রেক্ষিতে তারা সু-২৭ এবং সু-৩৫ যুদ্ধবিমান প্রেরণ করেছে। তবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইতিমধ্যেই আমেরিকান বিমানগুলিকে সীমান্ত লঙ্ঘন করার থেকে প্রতিরোধ করেছে এবং রাশিয়ান যোদ্ধারা বর্তমানে নিরাপদভাবে তাদের বিমান ঘাঁটিতে ফিরে এসেছে।
#BREAKING Russia says it intercepted two US strategic bombers over Baltic Sea pic.twitter.com/Ny6Iqjt7AU
— AFP News Agency (@AFP) May 25, 2023