New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে এক কিশোরকে ট্রাফিক আইন না মানার জন্য গুলি করে হত্যা করা হয়েছে। যার ফলে ফ্রান্সের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্স জুড়ে।
/anm-bengali/media/media_files/ABWb9AH2Aeo2DXWqhsKG.jpeg)
এবার অভিযুক্ত পুলিশ সদস্য মৃতের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তবে ইতিমধ্যেই ফ্রান্সের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মারাত্মক আকার নিয়েছে। অপরদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোন শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।
#BREAKING Policeman who killed French teen says 'sorry' to the family: lawyer pic.twitter.com/tGq0Eug80x
— AFP News Agency (@AFP) June 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us